শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

জন্মদিনে স্বস্তিকার একগুচ্ছ প্রেমের খবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

৪৩-এ পা দিয়েও যৌবন ধরে রেখেছেন স্বস্তিকা। জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন নায়িকা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে স্বস্তিকার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট। 

মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। বিয়ের কিছু বছর পরই ভেঙে যায় তাদের সংসার। তখন মেয়ে অন্বেষাকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। এপরই পা দেন টলিউডে।

একসময় টলিউডের সেরা জুটি ছিল জিৎ-স্বস্তিকা। অনেক ছবিতে কাজ করেছেন তারা। ক্রান্তি, সাথীহারা ও প্রিয়তমার মতো সুপারহিট ছবি করেছেন। সে সময় বিশেষ সম্পর্কও তৈরি হয়েছিল তাদের মধ্যে। তবে তা বেশি দিন টেকেনি।

পরে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্কে ছিলেন স্বস্তিকা। পরমব্রত তার ক্যারিয়ারের শুরু দিকে স্বস্তিকার সঙ্গে চুটিয়ে প্রেম করেন। সিঙ্গেল মাদার স্বস্তিকার সঙ্গে পরমের প্রেম এক সময় ছিল গসিপের সেরা টপিক। 

এক সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-স্বস্তিকার প্রেম ছিল টলিউডের চর্চার বিষয়। দীর্ঘদিন সম্পর্কেও ছিলেন তারা। তবে সে সম্পর্কের কথা স্বীকার না করলেও পরে স্বস্তিকার একটি পোস্টে সম্পর্কের ইঙ্গিত মেলে।

শোনা যায় অভিনেতা দিব্যেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্কে ছিলেন স্বস্তিকা। নন্দিনী ছবির শ্যুটিং সেটে সম্পর্কে জড়ান তারা। তবে তাও দীর্ঘস্থায়ী হয়নি। তবে, এই সম্পর্কের কথা স্বীকার করেছিলেন অভিনেতা।

আরো পড়ুন: নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিলেন হিরো আলম

এছাড়া সুমন মুখোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল স্বস্তিকার। পরে তা প্রেমে পরিণতি পায়। 

শোনা যায়, শহরের এক হোটেলে সুমনের সঙ্গে রাত কাটাতে গিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন স্বস্তিকা। পরে সুমনের সঙ্গে সম্পর্কও ভেঙে যায় স্বস্তিকার।

একাধিক প্রেম এসেছিল এ নায়িকার জীবনে। প্রেম করে বিয়ে করার পরও তা টেকেনি; দুবছরের মাথায় হয় বিচ্ছেদ। প্রায়ই নানা কারণে খবরে আসেন এ নায়িকা। নিজের বোল্ড ছবি শেয়ার করে বিতর্কও সৃষ্টি করে থাকেন। তার পোস্ট করা ছবি নজর কাড়ে সবার। 

এসি/ আই. কে. জে/ 



জন্মদিন স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250