শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

ছারপোকা দমনে উচ্চসতর্কতা জারি দ.কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছারপোকার জ্বালায় অতিষ্ঠ হয়নি, এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। গ্রামে কিংবা শহরে সব জায়গায় দেখা মিলবে রক্তচোষা এই ছোট্ট পোকাটির। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই পোকার উৎপাত এমন ভয়াবহভাবে বেড়েছে যে রীতিমতো এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশের বাথহাউস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, রেলস্টেশনের মতো জায়গায় উচ্চসতর্কতা জারি করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। যদিও ক’দিন আগেও দেশটিতে ছাড়পোকার নাম গন্ধ পর্যন্ত ছিল না। সবশেষ ছারপোকা দমন অভিযানের পর থেকে রক্তখেকো এই পোকার উৎপাত থেকে মুক্তই ছিলেন কোরিয়াবাসী।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ২০১৪ সালের পর তাদের দেশে মাত্র ৯ জন মানুষ ছারপোকাজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তবে শুধু অক্টোবরের শেষ থেকে ছারপোকাজনিত সংক্রমণ নিয়ে ৩০ জনের মতো মানুষ হাসপাতালে এসেছেন। এ কারণে ছারপোকা দমনে চার সপ্তাহের অভিযানে নেমেছে কর্মকর্তারা।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এই ধরনের ছারপোকার প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এমনকি প্যারিস অলিম্পিক উপলক্ষে আগত অতিথিদের এই পোকার উৎপাত থেকে মুক্ত রাখতে সব আয়োজনের মধ্যেই ছারপোকা দমনে নামতে হয়েছে ফরাসি সরকারকে। ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার এই পোকার প্রাদুর্ভাব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ছড়াল।

অনেক বছর এই পোকার উৎপাত থেকে মুক্ত কোরিয়াবাসী সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রতিনিয়ত ছারপোকার ছবি শেয়ার করে সামাজিক মাধ্যম ভাসিয়ে ফেলছেন তারা। কীভাবে ছারপোকার হাত থেকে বাঁচতে পারবেন সে বিষয়ে চাইছেন পরামর্শ।

এসকে/ 

দক্ষিণ কোরিয়া ছারপোকা উচ্চসতর্কতা জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250