শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

ছাদবাগানের মাটি কেমন হওয়া উচিৎ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাড়ির ছাদে বাগান করার শখ অনেকেরই থাকে। আর এই বাগানের জন্য দরকার সঠিক ও প্রয়োজনীয় মাটি। এবং শুধু মাটি হলেই হবে না, গাছের জন্য উপযোগী হবে এমন মাটি প্রস্তুত করতে হবে। ঠিকঠাক মাটি প্রস্তুত না করতে পারায় সেই শখ কারো কারো বাস্তবায়ন হয় না। কেউ কেউ বাস্তবায়ন করলেও তা খুব বেশী ফলদায়ক হয় না। মাটি ছাদবাগান উপযোগি করতে পারলে গাছ যেমন পুষ্টি পাবে, ফলনও দিবে বেশি। তাই ছাদ বাগানের ক্ষেত্রে মাটি প্রস্তুতের কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ছাদ বাগানের মাটি প্রস্তুতের কাজটি কিভাবে করতে হয় আসুন তা জেনে নেই-

বেলে-দোঁআশ মাটি: ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযোগি বেলে-দোঁআশ মাটি। বেলে-দোঁআশ মাটির সঙ্গে গোবর সার, পাতা পচা সার, কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, টিএসপি, পটাশ, পাথর চুন ইত্যাদি মেশাতে হবে। এই মাটি ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযোগি।

এঁটেল বা বালি মাটি মেশানো: যেকোন মাটির সাথে এঁটেল (শক্ত মাটি) বা বালি মাটি মেশাতে হবে। এঁটেল (শক্ত মাটি) বা বালি মাটি মিশিয়ে মাটিকে দো-আঁশ মাটিতে রূপান্তর করতে হবে। মাটি ঝুরঝুরে হলেই তা দো-আঁশ মাটি হয়েছে বুঝা যায়।

মাটিতে জৈব সার মেশানো: মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার মেশাতে হবে। স্বাভাবিক মাটির সঙ্গে কমপক্ষে চারভাগের একভাগ জৈবসার মেশালে মাটিতে অবস্থিত জীবাণু সক্রিয় থাকবে। এঁটেল বা বালি মাটি হলে এর পরিমাণ আরও বাড়াতে হবে। মাটির অর্ধেক পরিমাণ হলে ভালো হয়। বাড়িতে তৈরি আবর্জনা পচা সার বা পচা গোবর সারও দেয়া যায়। তিন বস্তা মাটির সংগে গোবর সার এক বস্তা , পাতা পচা সার (যদি থাকে) অর্ধেক বস্তা, কাঠ পোড়ানো ছাই (যদি থাকে) ১ কেজি, সরিষার খৈল ২৫০গ্রাম, টিএসপি ১০০ গ্রাম, মিউরেট অব পটাশ ১০০ গ্রাম এবং পাথর চুন ৫০গ্রাম।

রাসায়নিক সার মেশানো: ছাদের জন্য হাফ ড্রাম এবং মাটির জন্য ২ ফুট বাই ২ ফুট ১.৫ ফুট আকারের গর্তে হাফ ড্রামে প্রায় ১২০-১৫০ কেজি (৩-৪ বস্তা প্রায়) মাটি ধরে। উভয়ক্ষেত্রে মাটির সঙ্গে ৩০-৫০ কেজি জৈব সার, ১২০-১৫০ গ্রাম টিএসপি, ৮০-১০০ গ্রাম (২-৩ মুঠ প্রায়) পটাশ, ৪০-৫০ গ্রাম (১.০-১.৫ মুঠ প্রায়) জিপসাম, ১০-১৫ গ্রাম (১.৫-২.০ চা চামচ প্রায়) করে বোরণ ও দস্তা সার ভালোভাবে মিশিয়ে ১৫ দিন ঢেকে রাখবেন। পনের দিন পর পুনরায় মাটি ভালোভাবে মিশিয়ে কয়েকঘণ্টা খোলা রেখে চারা রোপণ করবেন।

যেভাবে মেশাবেন: প্রথমে মাটির সঙ্গে গোবর, পাতা পচা সার, ছাই, টিএসপি, পটাশ, পাথর চুন ভালোভাবে মেশাতে হবে । সার মিশ্রিত মাটির মিশ্রণটি গোলাকার ডিবির মত একটু উচু করতে হবে। ডিবির মাঝখানে সামান্য গর্ত রাখতে হবে যেন পানি দিলে বের হতে না পারে । একটি বালতিতে পূর্বেই সরিষার খৈল পানিতে ভিজিয়ে রাখতে হবে। মিশ্রিত খৈল পাতলা করে ডিবির মাঝখানে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। মাটি ভালভাবে ভিজে গেলে একটি পলিথিন দিয়ে সমস্ত মাটিকে এমনভাবে ঢেকে দিতে হবে যেন কোন ফাঁকা না থাকে।

পলিথিন দিয়ে ঢেকে রাখা সার মিশ্রিত মাটি ১০-১২ দিন পর পুণরায় কোদাল দিয়ে উলট-পালট করে দিতে হবে। মাটি একটু শুকনো মনে হলে আবারও পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার আর ঢেকে না দিয়ে খোলা রাখতে হবে আরও ৭-৮ দিন। মাটি শুকিয়ে ঝুরঝুরে হলে গাছ লাগানোর উপযুক্ত হবে।

মাটি শোধন করা: মাটি তৈরির সময় শোধনের কাজটি সেরে নেয়া যেতে পারে। এ জন্য উপরোক্ত পরিমাণ মাটির সঙ্গে ১০ গ্রাম (১.০-১.৫ চা চামচ) হারে দানাদার কীটনাশক মিশিয়ে দেয়া যেতে পারে। এতে করে কৃমি এবং ছত্রাক দমন করা সম্ভব হবে।

দানাদার কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক বায়োডার্মা সলিড প্রয়োগ করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রতি কেজি ভার্মিকম্পোস্টের সঙ্গে ১-২ গ্রাম হারে বায়োডার্মা মিশিয়ে ১৫ দিন রেখে দিতে হবে। ১৫ দিন পর সার মিশ্রিত মাটির সঙ্গে বায়োডার্মা মিশ্রিত ভার্মিকম্পোস্ট মেশাতে হবে।

আরো পড়ুন: টবেই জন্মাবে পছন্দের আম, জেনে নিন পদ্ধতি

এভাবে ছাদ বাগানের টবের জন্য আদর্শ মাটি তৈরি করা যেতে পারে। হাতে সময় থাকলে এভাবে মাটি তৈরি করে চারা লাগানো ভালো। সময় না থাকলে শুধুই জৈব সার মিশিয়ে চারা লাগানো যায়। সে ক্ষেত্রে নিয়মিতভাবে সঠিকমাত্রায় সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার চারা রোপণের পর ভালোভাবে লেগে গেলে কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হবে।

ছাদ বাগানের টবের মাটি নিয়ম মেনে তৈরি করতে পারলে আপনি ভালো ফলন পাবেন। এবং ভাল ফলন পেতে প্রতি বছর টবের মাটি আংশিক পরিবর্তন করতে পারলে ভালো হয়।

এম এইচ ডি/
 

ছাদবাগান মাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250