বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

কানাডার নাগরিকত্ব নেওয়ায় বিসিএস কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমান

কানাডার নাগরিকত্ব গ্রহণ করায় বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (রিজার্ভ) হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামশেদ মিনহাজ রহমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৩১(এ) অনুযায়ী সরকারের অনুমতি ছাড়াই বিদেশি (কানাডিয়ান) নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যমতে, তিনি কানাডিয়ান পাসপোর্ট (যার নম্বর- GJ448520) ব্যবহার করে ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

জামশেদ মিনহাজ রহমান বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেও সরকারের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা নেন। বিদেশি নাগরিকত্ব গ্রহণের অভিযোগের ভিত্তিতে গত বছরের ৭ ফেব্রুয়ারি কারণ দর্শানো নোটিশের পাশাপাশি কানাডিয়ান পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি কানাডিয়ান পাসপোর্ট জমা না দিয়ে ২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের (যার নম্বর-AD 9272573) আংশিক ফটোকপি জমা দিয়েছেন।

এরপর গত বছরের ৮ মার্চ সবশেষ বিদেশ ভ্রমণকালে ব্যবহৃত পাসপোর্টের মূল কপি সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলে তিনি কোনো জবাব দেননি। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জামশেদ মিনহাজ রহমানকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সেটিরও জবাব দেননি। দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী জামশেদ মিনহাজ রহমানকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে মোতাবেক একই বিধিমালার বিধি ৭(১০) ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশন এ বিষয়ে একমত পোষণ করে।

আরো পড়ুন: ৬০ টাকার টিকিট কেটে মেট্রোরেলে ভিক্ষুক

তাকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদানের প্রস্তাবে রাষ্ট্রপতি সদয় সম্মতি প্রদান করেন। জামশেদ মিনহাজ রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩) (ঘ) অনুযায়ী সরকারি ‘চাকরি থেকে বরখাস্তকরণ (Dismissal from Service)’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম এইচ ডি/ আইকেজে 

চাকরি পাসপোর্ট কানাডা নাগরিকত্ব বরখাস্ত অর্থ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250