শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

সিরিজের মাঝপথে অধিনায়ক বদল অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন জস ইংলিস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়ে ইংলিসের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কামিন্সের সঙ্গে শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও মারনাস লাবুশেন। আগামী ২২শে নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।

ইংলিসকে মূলত অধিনায়ক করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে দলে থাকবেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। ডানহাতি অলরাউন্ডার গত সেপ্টেম্বরে দলে না থাকায় অধিনায়ক করা হয়েছিল ট্রাভিস হেডকে। তবে এবার হেডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। বাঁহাতি এই মারকুটে ব্যাটার আছেন পিতৃত্বকালীন ছুটিতে। যে কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নেতৃত্ব উঠেছে ইংলিসের হাতে।

আরো পড়ুন : বাংলাদেশের সহকারী কোচ হলেন সালাউদ্দিন

ইংলিস অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের ১৪তম আর ওয়ানডেতে ৩০তম অধিনায়ক। তবে দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকতেও কেন তাকে বেছে নেওয়া, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। ইংলিসের চেয়ে বেশি অভিজ্ঞ হিসেবে দলে ছিলেন ম্যাট শর্ট, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস। এমনকি এর আগে বিগ ব্যাশের কোনো ক্লাবকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই ইংলিসের।

জর্জ বেইলি এই বিষয়ে বলেন, ‘জস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছে। এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে এসেছেন জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন ও জশ ফিলিপ। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের বদলি হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে।

এস/ আই.কে.জে

অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250