বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠলেন বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী, অবিশ্বাস্য ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: বিবিসি

ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর যখন ধারণা করা হচ্ছিল—কেউ বেঁচে নেই; তখন এক ভিডিও সবাইকে চমকে দিয়েছে। পুলিশের ‘কেউ জীবিত নেই’—ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করে, একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। খবর এএনআইয়ের।

সংবাদ সংস্থা এএনআইকে আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক জানান, জীবিত উদ্ধার হওয়া ওই যাত্রী ছিলেন উড়োজাহাজের ১১এ নম্বর আসনে। দুর্ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

এদিকে ভাইরাল (আলোচিত) ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির ১১/এ নম্বর সিটের যাত্রী রমেশ (৩৮) খুঁড়িয়ে হাঁটছেন। তার গায়ে সাদা টি-শার্ট ও কালো প্যান্ট, যা খানিকটা ধুলো-ময়লা ও রক্তমাখা। তিনি হেঁটেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান। এ সময় কয়েকজন ব্যক্তি তার কাছে অন্য যাত্রীদের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছিলেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি আছড়ে পড়ে।

পাইলট থেকে একটি ‘মে ডে’ (Mayday) সংকেত পাওয়ার পরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই আকাশে এক বিশাল আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূর থেকেও দেখা যায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার (১২ই জুন) বেলা ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এলাকাটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুই ডজনের বেশি অ্যাম্বুলেন্স সেখানে মোতায়েন করা হয়েছে।

এইচ.এস/

বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন