সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

সম্ভাব্য আমেরিকান হামলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, আমেরিকার সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। যদি আমেরিকান সাম্রাজ্য ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ চালায়, তবে আমাদের জনগণ, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে।’ খবর এনবিসি নিউজের।

এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, মাদুরো ইতিমধ্যে একটি ডিক্রিতে সই করেছেন, যা তাকে বিশেষ ক্ষমতা প্রদান করছে। এর মাধ্যমে দেশের পুরো সেনাবাহিনীকে মোতায়েন করতে পারবেন প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীকে জনসেবা খাত ও তেলশিল্প নিয়ন্ত্রণের ক্ষমতাও দেওয়া হবে। ডিক্রির মেয়াদ হবে ৯০ দিন, প্রয়োজনে আরও ৯০ দিন বাড়ানো যাবে।

এই সিদ্ধান্ত এসেছে আমেরিকার সর্ববৃহৎ নৌ বহর মোতায়েনের প্রেক্ষাপটে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ স্টিলথ ফাইটার ক্যারিবীয় সাগরে পাঠিয়েছেন। এ ছাড়া পুয়ের্তো রিকোতেও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যদিও আমেরিকা বলছে, এই অভিযান মাদক পাচার ঠেকানোর জন্য। তবে জাতিসংঘ ও আমেরিকার তথ্য বলছে, ভেনেজুয়েলা আমেরিকায় কোকেন সরবরাহের বড় উৎস নয়।

আমেরিকান বাহিনী সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি ছোট নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। তারা দাবি করেছে, এগুলো মাদক পরিবহনে জড়িত ছিল। এসব হামলায় অন্তত ১৭ ভেনেজুয়েলান নিহত হয়েছেন। এর জবাবে কারাকাস বলছে, আমেরিকা দেশটির বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করেছে।

আমেরিকার গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলার মূল ভূখণ্ডেও বিমান হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। কথিত মাদক চক্রগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হতে পারে। তবে মাদুরো আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তিনি আরও দাবি করেন, নৌকা ধ্বংস করতে চালানো হামলা আসলে আদালতের বাইরে হত্যার শামিল।

নিকোলাস মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250