ফাইল ছবি
সাংবাদিক ও টকশো আলোচক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার (১৪ই ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে নিয়ে আসা হয়।
রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আনিস আলমগীরের নামে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু আজকে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তারের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
আনিস আলমীগরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাদের কেউ কেউ আনিস আলমীগের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন, ডিবি প্রধান কথা বলবেন জানিয়ে তাকে ওই ব্যায়ামাগার থেকে গোয়েন্দার একটি টিম নিয়ে আসে।
আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’
আজ রোববার (১৪ই ডিসেম্বর) রাতে সাড়ে ৮টার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে এ কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।
কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা সুখবর ডটকমকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না আজ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানান, সাংবাদিক আনিস আলমগীর ভাইকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। অন্য এক জায়গা থেকে খবরটা শুনে তাকে ফোন দিলাম। ফোনটা রিসিভ করেই তিনি শুধু বললেন- 'আমি ডিবি অফিসে'।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।
খবরটি শেয়ার করুন