শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা *** কাশ্মীরের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী ছিলেন ভারতীয় গুপ্তচর—বিস্ফোরক দাবি *** গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিকেও আটক করল ইসরায়েল *** ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

শিক্ষা কর্মকর্তাকে বেল্ট খুলে পেটালেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে সরকারি শিক্ষা দপ্তরের এক কর্মকর্তাকে (প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা বিএসএ) বেল্ট খুলে পিটিয়েছেন এক প্রধান শিক্ষক। গত মঙ্গলবার সন্ধ্যায় একজন নারী শিক্ষকের করা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার পর শিক্ষা দপ্তরের অফিসে এ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, ওই প্রধান শিক্ষক বেল্ট দিয়ে বিএসএ অখিলেশ প্রতাপ সিংহকে পেটান, তার ফোন ভাঙচুর করেন এবং সরকারি নথি ছিঁড়ে ফেলেন। ঘটনাটির ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ব্রিজেন্দ্র কুমার বর্মা। তিনি নাদওয়া বিশেশ্বরগঞ্জের মাহমুদাবাদ ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত মঙ্গলবার একটি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএসএ কার্যালয়ে যান তিনি। 

এক নারী শিক্ষকের করা অভিযোগ নিয়ে তাকে তলব করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজেন্দ্র কুমার বর্মার ব্যাখ্যায় অসন্তুষ্ট হন বিএসএ সিংহ। এ সময় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

হঠাৎই বর্মা ডেস্কে ফাইল ছুড়ে মারেন এবং কোমর থেকে বেল্ট খুলে শিক্ষা কর্মকর্তা অখিলেশ প্রতাপ সিংহকে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা গেছে, মাত্র ছয় সেকেন্ডে বিএসএকে পাঁচবার আঘাত করেছেন ওই শিক্ষক।

পুলিশে ফোন করতে গেলে বিএসএ সিংহের মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন বর্মা। এরপর তিনি সরকারি কিছু নথি ছিঁড়ে ফেলেন এবং বাধা দিতে গেলে অফিসের ক্লার্ক প্রেম শঙ্কর মউরিয়ার সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কর্মচারীরা ছুটে এসে বিএসএ অখিলেশ প্রতাপ সিংহকে রক্ষা করার চেষ্টা করছেন। মুহূর্তেই অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বর্মাকে আটক করে পুলিশ।

জে.এস/

শিক্ষক শিক্ষা কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250