বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

বাংলাদেশ সীমান্তের ৭৯ শতাংশে বেড়া দিয়েছে ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশে বেড়া দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ৯৩ শতাংশের বেশি সীমান্তে বেড়া দিয়েছে দেশটি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, ভারতের নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ২ হাজার ২৮৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩৫ কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে নয়াদিল্লি। আর বাংলাদেশ–ভারত ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৩৯ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কতটা সীমান্তে এখনো বেড়া দেওয়া হয়নি—তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকারের এমন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয়। সে অনুযায়ী, ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৯ কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে।

ভারতের মোট ১৫ হাজার ১০৬ কিলোমিটার স্থলসীমা এবং ৭ হাজার ৫১৬ কিলোমিটার সমুদ্রসীমা রয়েছে। মোট সাত দেশের সঙ্গে ভারত স্থলসীমা ভাগাভাগি করে। এগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে।

জে.এস/

বাংলাদেশ-ভারত সীমান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250