বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের সামনে নেতা–কর্মীদের ভিড়, বলছেন ‘মন মানে না’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতা–কর্মীরা। আজ রোববার (৩০শে নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায়।

রাজধানীর উত্তরখান থেকে এসেছেন থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘এখানে আসছি আপডেটটা জানার জন্য। আসতে নিষেধ করা হলেও মন তো মানে না। মনের টানে, ভালোবাসা টানে আসছি।’

সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার চিকিৎসকেরা বলতে পারবেন। খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে যান, সে জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান।

খালেদা জিয়াকে দেখতে এসেছেন সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ। তিনি ফিরে আসুন—এটি আমাদের চাওয়া। আমরা বলি, আল্লাহ, তুমি তাকে রোগমুক্ত করে আমাদের ১৮ কোটি মানুষের মধ্যে ফিরিয়ে দাও।’ 

হাসপাতালের ভেতরে গেলেও দেখা করার সুযোগ পাননি বলে জানান বিএনপির এই নেতা। কেবল চিকিৎসকেরাই খালেদা জিয়ার কাছে যেতে পারছেন বলে জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মানিকগঞ্জ থেকে আসা বিএনপির এই নেতা।

টাঙ্গাইল থানা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ দাঁড়িয়ে ছিলেন হাসপাতালের সামনে। তিনি বলেন, ‘বাইরে অপেক্ষা করতেছি, তার সুস্থতার জন্য দোয়া করতেছি। শুনলাম, আজকে সকাল থেকে তিনি কথা বলতেছেন। শুনে খুব ভালো লাগল।’

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির নেতারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে।

জে.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250