বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

বিশ্ব মা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দ মা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে দিনটি ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়। সেই হিসাবে আজ ১১ই মে রোববার, বিশ্ব মা দিবস।

কেউ বলেন, মাকে ভালোবাসতে আবার দিন লাগে? মা তো মা-ই। তবু বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। প্রতিবছরের মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশে মা দিবস পালিত হয়। এর মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া, ভালোবাসা। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু মানুষ।

বিশ্বের অনেক দেশে কেক কেটে মা দিবস উদ্যাপন করা হয়। তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না।

আনা জার্ভিস আমেরিকার বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস আমেরিকায় রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও ব্রিটেনে। আর বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার।

দিবসটি এমন একটি বিশেষ দিন, যে দিন সব মায়ের এবং যারা মায়েদের মতো, তাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব স্তরে সম্মান জানানো হয়। দিবসটি উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে।

মা দিবসে মায়ের জন্য কিছু না কিছু করতে চান আমাদের দেশের অনেক সন্তান। মাকে উপহার দেওয়ার  পাশাপাশি মায়ের সঙ্গে একান্তে কিছু সময় কাটিয়ে ভালোবাসার প্রকাশ করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড ভরে যায় মা ও সন্তানের ভালোবাসাময় ছবি ও স্মৃতিচারণে। 

দেশের বিভিন্ন ফ্যাশন ও গিফট হাউসগুলো দিবসটি উপলক্ষে নানা ধরনের উপহারের পসরা সাজিয়েছে। রেস্টুরেন্টগুলোতে থাকছে মা দিবস উপলক্ষে নানা ধরনের অফার। মা দিবস উপলক্ষে দেশের সবচেয়ে বড় ফ্যাশন হাউস আড়ং দিয়েছে বিশেষ অফার। ফেসবুক প্রোফাইল থেকে মায়ের সঙ্গে থাকা দারুণ কোনো স্মৃতি আড়ংয়ের পোশাকে রিক্রিয়েট করে যে কেউ জিতে নিতে পারবেন ৫০ হাজার টাকা আর অন্য সেরা তিন পোস্টদাতা হয়ে জিতে নিতে পারবেন ১০ হাজার টাকা।

পিৎজা হাটে আজ মা দিবস উদযাপন করতে পারেন। নিজের জন্য অর্ডার করলে মায়ের জন্য পিৎজা পাবেন বিনামূল্যে। অফারটি শুধু ডাইন ইনের জন্য প্রযোজ্য।

মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। ‘ক্যান্ডেল লাইট ডিনার ডেট উইথ মম’ আয়োজনে একটি ভালোবাসায় মোড়ানো সন্ধ্যা উপভোগ করতে পারবেন ৬ হাজার ৬৬৬ টাকায়। এছাড়াও লেভেল-৬ এ অবস্থিত গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে ৫০ শতাংশ ছাড়ে গ্র্যান্ড বুফে ডিনার ৫ হাজার ৫৫৫ টাকায়।

হাক্কা ঢাকার বনানী শাখায় ডাইন-ইনে পাবেন একটির সঙ্গে আরেকটি প্ল্যাটার একদম বিনামূল্যে। ১১ই, ১২ই ও ১৩ই মে এ অফার গ্রহণ করতে পারবেন। ওয়েস্টিন ঢাকায় মা দিবস উপলক্ষে কেকের উপর ২০ শতাংশ ছাড় থাকছে। এছাড়া ওয়েস্টিন স্পা ও বিউটি স্যালনেও মিলবে ২০ শতাংশ ছাড়।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মা দিবস উপলক্ষে ৫০ শতাংশ ছাড় থাকছে বুফে ডিনারে। কেকের উপরে থাকছে ২৫ শতাংশ ছাড়।

এইচ.এস/

বিশ্ব মা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন