শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

‘আমেরিকান বন্ধুদের দৃশ্যপটে আসা ইসরায়েলের দুর্বলতা প্রকাশ করেছে’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানের তিন পরমাণু স্থাপনায় সপ্তাহান্তে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায় আমেরিকা। ইতোমধ্যে পাল্টা হামলা চালানোর অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দৃশ্যপটে আমেরিকার আবির্ভাবকে ইসরায়েলের দুর্বলতা হিসেবেও অভিহিত করেন তিনি। আজ সোমবার (২৩শে জুন) এ তথ্য জানিয়েছে এএফপি।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ হয়েছে। তবে অন্যান্য কর্মকর্তারা জানান, এখনো তেহরানের পরমাণু কর্মসূচি ঠিক কতটুকু ক্ষতির শিকার হয়েছে, তা নির্ধারণ করার সময় আসেনি। আমেরিকার হামলার পর থেকেই গোটা বিশ্ব ইরানের জবাবের অপেক্ষায় উদ্বেগ-আশঙ্কায় দিন কাটাচ্ছে। 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক মাধ্যম এক্সের পোস্টে হুশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ‘বড় ভুল’ করেছে ইসরায়েল। তিনি বলেন, ‘জায়নবাদী শত্রু একটি বড় ভুল ও গুরুতর অপরাধ করেছেন এবং অবশ্যই এ কারণে তাদেরকে শাস্তি দিতে হবে।’

‘জায়নবাদী শত্রুকে শাস্তি দেওয়া হচ্ছে। এ মুহূর্তে তারা শাস্তি পাচ্ছেন’, অন্য এক বার্তায় উল্লেখ করেন খামেনি। আমেরিকার হামলার দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘জায়নবাদী শাসকদের আমেরিকান বন্ধুরা দৃশ্যপটে এসেছেন এবং তারা নানা কথা বলছেন, যা ওই শাসকগোষ্ঠীর দুর্বলতা ও অপারগতা প্রকাশ করছে।’


ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250