বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’ *** নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু *** ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প *** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের *** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পেলেন ৩৩৫২ জন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নানা আয়োজনে জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মনার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে তার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে ৩ হাজার ৩৫২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা সেবা প্রদান করা হয়েছে।

রোববার (১৭ই মার্চ) সকালে এসব কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, ফ্রি সার্জারি ও (পরীক্ষা-নিরীক্ষা) সেবা প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ইত্যাদি।

এদিন বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের বিভিন্ন বিভাগের মাধ্যমে ফ্রি রুটিন ইনভেস্টিগেশন যেমন সিবিসি, আরবিএস, এস. ক্রিয়েটিনিন, ইউরিন আর, এমই সেবা দেওয়া হয়। সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগের মাধ্যমে দেওয়া হয় ফ্রি সার্জারি সেবা। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজ অর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।

আরও পড়ুন: মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, ডেন্টাল অনুষদ, শিশু অনুষদসহ বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের মাধ্যমে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান রেজা জানান, মোট তিন হাজার ৩৫২ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে বহির্বিভাগ-১ এ মেডিসিন, শিশু ও ডেন্টাল অনুষদে দুই হাজার ৭৫ জন এবং বহির্বিভাগ-২ এ সার্জারি অনুষদে এক হাজার ২৭৭ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

এসকে/ 

বিএসএমএমইউ বিনামূল্যে চিকিৎসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250