বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের বড় একটা ভূমিকা আছে। প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন আনিস আলমগীর নিজে উপস্থিত ছিলেন বাগদাদে। তিনি তখন আজকের কাগজে চাকরি করতেন। ওখানে বসে তিনি যুদ্ধ কভার করেছেন, সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশনে ওখান থেকে বক্তব্য দিয়েছেন। তাকে ওয়ার জার্নালিস্ট বলা হয়। বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে মাসুদ কামাল এসব কথা বলেন। তিনি বলেন, আনিস আলমগীর বিভিন্ন সময় টকশোতে তার মত করে কথা বলেন। আমার অন্য মঞ্চ নামে একটা চ্যানেল আছে, যেখানে আমি বিভিন্ন জনের ইন্টারভিউ প্রচার করি, সেখানেও আনিস আলমগীর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে আসেন। আমরা নানা বিষয়ে কথা বলি। সেই আনিস আলমগীরকে ডিবি নিয়ে গিয়েছে ডিবি অফিসে।

মাসুদ কামাল বলেন, বিষয়টা আমি জানলাম কিভাবে? আনিস আলমগীর নিজেই আমাকে ফোন করেছিলেন। রোববার রাতে আনিস আলমগীরের  ইন্টারভিউ নেওয়ার কথা ছিল অন্য মঞ্চের জন্য। আনিস আমাকে ফোন করে বললেন যে, আজকে রাতে আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা বোধহয় হবে না। দিস ইজ কলড প্রফেশনালিজম, এটা হল পেশাদারিত্ব।

মাসুদ কামাল আরো বলেন, আমি বললাম যে, ডিবি অফিসে কেন? বললেন—আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে এইজন্য নিয়ে এসেছে। কেবল ডিবির লোক না, সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে। এখন আমার কথাটা হলো অন্য জায়গায়। এটা আনিস আলমগীর বলে কথা নয়। এটা যে কেউ হতে পারতেন। আমি হতে পারতাম, আপনি হতে পারতেন। বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসা থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি। হাজার হাজার শুনেছি। এই আমলে না, আগের আমলে হতো।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250