ছবি: সংগৃহীত
এত বড় বিপর্যয়ের মুখে আগে কখনো পড়তে হয়নি থালাপতি বিজয়কে। অভিনয় থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তামিলনাড়ুজুড়ে সমাবেশের আয়োজন করছে বিজয়ের দল। এ পর্যন্ত দলটি যতগুলো সমাবেশ করেছে, প্রতিটিতেই ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়।
গত শনিবার (২৭শে সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুরেতে আয়োজিত বিজয়ের নির্বাচনী সমাবেশেও দেখা গেছে এ চিত্র। তবে শেষটা ভালো হলো না। ভয়াবহ পদদলনের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; যাদের মধ্যে ১৭ জন নারী ও ৯ জন শিশু।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ১৫০ জনের বেশি। বিজয়ের রাজনৈতিক মিছিলে এই ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ভারতকে। খবর ইন্ডিয়া টুডের।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজয়। নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।
তামিলাগা ভেটরি কাজাগাম এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমার মন গভীর বেদনায় আচ্ছন্ন। প্রিয়জনদের হারানোর শোকে হৃদয়ে যে যন্ত্রণা হচ্ছে, তা প্রকাশের ভাষা আমার নেই। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবুও আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ঘোষণা করছি, যারা চলে গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি, আর যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য ২ লাখ রুপি করে দেওয়া হবে। আমি জানি, এই অর্থ যথেষ্ট নয়। তবুও এই মুহূর্তে আমার দায়িত্ব হলো আমার প্রিয়জনদের পাশে দাঁড়ানো।’
জে.এস/
খবরটি শেয়ার করুন