ছবি: সংগৃহীত
পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না। জীবন চলার পথে অনুপ্রেরণা ও সাফল্যের চাবিকাঠি মায়ের হাতে। আজ বিশ্ব মা দিবস। মাকে নিয়ে দিনটি অনেকে অনেকভাবে উদযাপন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মায়ের ছবির সঙ্গে আবেগঘন বার্তা দিয়েছেন শোবিজ তারকারা।
প্রয়াত মায়ের ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘মা। প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস, তোমাকে অনেক মিস করি মা।’ শাকিব খান ও নিজের মায়ের দুটি ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘দুইজন সবচেয়ে সুন্দর, পরিশ্রমী ও স্নেহময়ী মা! আল্লাহ আপনাদের সবসময় সুস্থ ও ভালো রাখুন। বিশ্বের সব মায়েদের প্রতি মা দিবসের শুভেচ্ছা।'
বাপ্পী চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমার মা হলো আমার মেয়ে। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরতাম, মা অস্থির থাকতেন। মা আজ নেই। তিনি সবসময় একটা কথা বলতেন, বাপ্পী রে বাপ্পী চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।’
প্রয়াত মায়ের সঙ্গে ছবি শেয়ার করে জায়েদ খান লিখেছেন, 'মায়েরা অল্প সময়ের জন্যই সন্তানের হাত ধরে থাকেন। তবে সারা জীবনের জন্য ধরে থাকেন তাদের হৃদয়! আমি সবসময় বলি, মায়ের কোনো দিবস নেই। আর যার মা-বাবা নেই, তার দিবস অনুভুতিহীন। আজ মা দিবসে ভালো থাকুক পৃথিবীর সব বাবা-মা। যাদের মা-বাবা আছেন, কষ্ট দিও না কেউ তাদের মনে। এরাই তোমার জান্নাত।'
তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এ মায়াময় পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে।’ অভিনেতা শাহেদ শরীফ খান লিখেছেন, মা দিবস উপলক্ষে, আমি সব মাকে জানাতে চাই, ‘আপনারা সব কিছুর উৎস, আপনারা আমাদের শক্তি। আপনারা আমাদের জীবনের সবচেয়ে মধুর অধ্যায়। আপনাদের ভালোবাসা এবং মমতায় দুনিয়া আমাদের সুন্দর হয়। শুভ মা দিবস! আপনারা জীবনে প্রতিটি মুহূর্তে সুখী হোন এবং সুস্বাস্থ্য লাভ করুন।’
জাকিয়া বারী মম লিখেছেন, 'জগতের সব মা সুখী হোক। মা দিবস ও বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।' মা ও শাশুড়ির ছবি পোস্ট করে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া লিখেছেন, ‘শুভ মা দিবস। ফারহানা রানী ও ফারিয়া চৌধুরী।’ সংগীতশিল্পী আরমান খান লিখেছেন, ‘আজ বিশ্ব মা দিবস! ছবিতে বাম দিক থেকে আমার দাদী, আমার মা, আমি ও আব্বা।'
এইচ.এস/
খবরটি শেয়ার করুন