হাতকড়া পরিয়ে ফাইয়াজকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ছবি: সংগৃহীত
গত বছরের ২৪শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ (১৭) মামলা থেকে অব্যাহতি পেয়েছে। সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৫ই জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক অব্যাহতির এ আদেশ দেন।
আজ রোববার (২০শে জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৯শে জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারী এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে একজন নিহত হন। এ সময় পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে হত্যার পর ফুটওভার ব্রিজে লাশ ঝুলিয়ে রাখা হয়। মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে এজাহারনামীয় ১৬ নম্বর আসামি হাসনাতুল ইসলাম ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ কিশোরকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয় এবং আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপ্রাপ্তবয়স্ককে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ড মঞ্জুর তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে আদালত তাকে জামিন দেন।
গত ১৩ই জুলাই সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ কিশোর ফাইয়াজের অব্যাহতি চায়। ১৫ই জুলাই অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে আদালত তাকে অব্যাহতি দেন। এর মাধ্যমে নতুন আইনে দেশে প্রথম কাউকে তদন্তাধীন মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
খবরটি শেয়ার করুন