বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে *** বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু *** বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা *** ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে: প্রধান উপদেষ্টা *** বাবা হয়েছেন গায়ক জেমস, জানালেন নতুন বিয়ের খবর *** আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার *** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয়

পুতিনের প্রতি অশ্রদ্ধা হবে, তাই ইউরোপীয় নেতাদের সামনে ফোনে কথা বলেননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ফোনালাপের সময় ইউরোপীয় নেতাদের সামনে রাখেননি তিনি। ট্রাম্প বলেছেন, ইউরোপীয় নেতাদের সামনে ফোনে কথা বললে রুশ প্রেসিডেন্টের প্রতি ‘অশ্রদ্ধা’ দেখানো হতো। খবর সিএনএনের।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত সোমবার (১৮ই আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ইউরোপের নেতাদের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উপস্থিত ছিলেন।

আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যকার এ ফোনালাপের খবর প্রথম প্রকাশ করে জার্মান পত্রিকা বিল্ড। পরে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনকে ট্রাম্পের ফোন করার বিষয়টি জানানো হয়। তাদের মধ্যে ৪০ মিনিট কথা হয়েছে বলে পুতিনের একজন সহকারী জানিয়েছেন। ফোনালাপ শেষে আবার ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন ট্রাম্প।

এ বিষয়ে মঙ্গলবার (১৯শে আগস্ট) আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি এটি (পুতিনকে ফোনকল) তাদের সামনে করিনি। আমি ভেবেছিলাম, সেটি প্রেসিডেন্ট পুতিনের জন্য অশ্রদ্ধার হবে। আপনি জানেন, আমি এটি করব না, কারণ, তাদের মধ্যে (পুতিন ও ইউরোপের নেতা) উষ্ণ সম্পর্ক নেই। আর সত্যি বলতে কি, প্রেসিডেন্ট পুতিন ইউরোপের মানুষের সঙ্গে কথা বলবেন না।’

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্কে একধরনের ‘উষ্ণতা’ আছে বলে জানান ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সময়ই নাকি এটি অনুভব করা গেছে। ট্রাম্প বলেন, ‘আপনারা দেখেছেন, যখন তিনি তার উড়োজাহাজ থেকে নামলেন, আমি আমার উড়োজাহাজ থেকে নামলাম, সেখানে একটি উষ্ণতা ছিল।’ তিনি বলেন, ‘সেখানে খুবই ভালো অনুভূতি ছিল। এটি ভালো, খারাপ নয়।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250