শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক

কমেছে বৃষ্টি, বন্যা পরিস্থিতির উন্নতির আশা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৯শে আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় আক্রান্ত হয় অন্তত অর্ধকোটি মানুষ। বন্যার পানি কিছু কিছু জায়গা থেকে নামতে শুরু করেছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে এসেছে। বৃহস্পতিবার (২৯শে আগস্ট) দেশের চার বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

আবহাওয়া অফিস বলছে, এমন অবস্থা আরও অন্তত চার দিন চলতে পারে। আর এতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, সাগরে এখন লঘুচাপ নেই। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গেছে। আজ চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা ভারী বৃষ্টি হবে না। বাকি বিভাগগুলোর দু–এক স্থানে বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে বলা যায়, বৃষ্টি অনেকটাই কমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী সোমবারের আগে বড় ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। গত ২৪ ঘণ্টা এই দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর মাইজদী কোর্টে, ৫৮ মিলিমিটার। বৃষ্টি কমে আসায় দিনে ও রাতে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

এসি/কেবি

বৃষ্টি বন্যা পরিস্থিতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250