বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

গণভোট নিয়ে সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকায়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার (২০শে জানুয়ারি) আয়োজিত কর্মসূচিতে দলটির নেতারা সব ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

সকালে রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে অস্থায়ী বেদি নির্মাণ করে ২০০১ সালে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান।

সমাবেশে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়েছিল ধর্মান্ধ গোষ্ঠী, অগণতান্ত্রিক লুটেরা শাসকগোষ্ঠী। দেশে প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করার জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

আসন্ন নির্বাচন নিয়ে সাজ্জাদ জহির চন্দন বলেন, নির্বাচন ঘিরে জামায়াত-শিবির গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে বিতর্কিত ভূমিকা রাখছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারে গণভোটও হবে একই সঙ্গে। গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার করা নিয়ে আপত্তি তুলেছে জুলাই সনদে স্বাক্ষর না করা দল সিপিবি।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। মাজার, ছায়ানট, উদীচী, সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারার বিপরীতে সাম্প্রদায়িক উগ্রবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে তারা আরও আস্ফালন করছে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করেছিল। লুটপাট, সন্ত্রাস, গুম, খুনের রাজত্ব কায়েম করেছিল। দেশে ফ্যাসিস্ট শাসন ফেরত আসা এবং উগ্র সাম্প্রদায়িক উত্থান ঠেকাতে আন্দোলন গড়ে তুলতে হবে।

সিপিবির সাবেক সভাপতি শাহ আলম বলেন, দেশবিরোধী শক্তি কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার বারবার চেষ্টা করেছে। কিন্তু কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে পারেনি। বর্তমানে সিপিবি অফিসে হামলার হুমকি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিপিবি সব অপশক্তিকে মোকাবিলা করবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250