মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

নতুন অ্যাপার্টমেন্ট কিনে ঘর বাঁধার গুঞ্জনে অভিষেক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে গত বছরের শেষ দিক থেকে।

এর মধ্যেই মুম্বাইয়ের জুহু এলাকায় একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেতা অভিষেক বচ্চন। যে অ্যাপার্টমেন্টটির ঠিকানা অমিতাভ বচ্চনের বাংলো জলসার খুব কাছেই।

অভিষেকের অ্যাপার্টমেন্ট কেনার সাথে নতুন করে একটি জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ কেউ বলছেন, ‘জলসা’ থেকে তল্পিতল্পা গুটিয়ে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আর মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে আলাদা থাকবেন বলেই অ্যাপার্টমেন্টটি কিনেছেন বচ্চনপুত্র।

তবে বিলাসবহুল ওই ফ্ল্যাটটি কিনতে অভিষেকের কত খরচ হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে খবর এসেছিল, বোরিবলির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ছয়টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে ‘অতিষ্ঠ’হয়ে অভিষেক এর দায় চাপিয়েছিলেন সাংবাদিকদের ওপরে।

আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিচার চাইলেন তমা মির্জা

এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরছে।

সম্প্রতি আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেক বলেন, “এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।”

এদিকে কিছুদিন আগে দুবাই বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া ঐশ্বরিয়ার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে উঠেছে।

সূত্র:এনডিটিভি 

এসি/ আই.কে.জে/

অভিষেক নতুন অ্যাপার্টমেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন