বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে সমীকরণটা ছিল খুবই সহজ। যুক্তরাষ্ট্রকে হারালেই তারা উঠে যাবে সুপার সিক্সে। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে আজ শুক্রবার (২৩শে জানুয়ারি) ৭ উইকেটের বিশাল জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রকে হারানোয় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে এখন বাংলাদেশ। তিন ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। ২ ও ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলের ওপর বাংলাদেশের অবস্থান পরিবর্তন হলেও সেরা তিনের মধ্যেই থাকবে। প্রত্যেক গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে ওঠায় বাংলাদেশের সুপার নিশ্চিত হয়েছে।

২০০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৮ রানের জুটি গড়তে অবদান রাখেন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে জাওয়াদকে কট এন্ড বোল্ডের ফাঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের স্পিনার সাহিল গার্গ। ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন জাওয়াদ।

উদ্বোধনী জুটি ভাঙার পর আরেক ওপেনার রিফাতও (৩০) দ্রুত বিদায় নেন। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭.৫ ওভারে ২ উইকেটে ৮৮ রান। অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী ম্যাচ অনেকটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। তৃতীয় উইকেটে তাঁরা (তামিম-কালাম) ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন।

জিততে যখন ২৪ রান দরকার, তখন বিদায় নেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ৮২ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৬৪ রান। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে তামিমের উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার রিতভিক আপ্পিদি। এরপর চতুর্থ উইকেটে ২০ বলে ২৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন।

৫১ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের জয়। অধিনায়ক তামিমই ইনিংস সর্বোচ্চ রানসংগ্রাহক। যুক্তরাষ্ট্রের আপ্পিদি, উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। পুরো ৫০ ওভার খেলে যুক্তরাষ্ট্র ১৯৯ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে ধরেছেন দুই ক্যাচ। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250