বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২০২৪-২০২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় প্রকাশিত হিসাব অনুযায়ী, এ সময়ে নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৮৫.২১ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনস

আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গত ৩০শে ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়।বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানের মোট আয় ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৪৬ শতাংশ বেশি। অপারেশনাল মুনাফার পরিমাণ ১ হাজার ৬০২ কোটি টাকা। সর্বশেষ ১০ অর্থবছরে বিমান ৯ বারই নিট মুনাফা অর্জন করেছে।

বিমান গত অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে মোট ৩৩.৮৩ লাখ যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৪৫.২১ শতাংশ বেশি।

বিমান বিদেশি এয়ারলাইনসের ৩১,১১২টি ফ্লাইটের ৬১,০৩,১৪৭ জন যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাও প্রদান করেছে গত অর্থবছরে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। প্রতিষ্ঠানটির ৫৪ বছরের ইতিহাসে সরকার থেকে কোনো প্রকার ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। পাশাপাশি বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রেখেছে। তিনি জানান, বিমানের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণ। প্রতিষ্ঠানটির লক্ষ্য দক্ষিণ এশিয়ার একটি শীর্ষস্থানীয় এয়ারলাইনসে পরিণত হওয়া।

জে.এস/

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250