বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল রোববার (১৮ই জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এর ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কটেরই ইঙ্গিত মিলেছে।

৭ই ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনে মাঠে নামার কথা পাকিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপ মাঠে গড়াতে যখন ২০ দিনও বাকি নেই, সে সময় বিশ্বকাপের প্রস্তুতি পাকিস্তান বন্ধ রেখেছে। সূত্রের বরাতে জিও নিউজ এই খবর প্রকাশ করেছে। টিম ম্যানেজমেন্টকে বোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত পরে বলবেন। যদি পাকিস্তান দল বিশ্বকাপে না খেলে, সেক্ষেত্রে তাদের বিকল্প পরিকল্পনাও করতে বলা হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া বাংলাদেশের তরফ থেকে এতটা জোরাল হবে ও পরিস্থিতি জটিলতর হয়ে উঠবে—এটা বোধ হয় আগে ভাবেননি ভারতের ক্ষমতাসীনেরা। এখান থেকে সৃষ্ট জট কবে ছুটবে , কীভাবে ছুটবে—সেটি এখনো অজানা। ভজকট পাকিয়ে যাওয়া এ পরিস্থিতিতে নানা খবর ছড়াচ্ছে সকালে-বিকেলে। কোনোটির সত্যতা মিলছে, তো কোনোটি শুধুই গুঞ্জন।

বাংলাদেশের বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন ক্রিকইনফো গত রাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা ২১শে জানুয়ারির মধ্যেই হবে। গত পরশু সভায় বিসিবিকে আইসিসি ডেডলাইন ঠিক করে দিয়েছে বলে ক্রিকইনফো জানতে পেরেছে।

নিরাপত্তার শঙ্কায় ৪ঠা জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির কাছে দফায় দফায় চিঠি পাঠিয়েছে বিসিবি। ভিডিও কনফারেন্সও হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের খেলার ব্যাপারে আইসিসির প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছিল। বরাবরের মতো এবারও ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে বিসিবি অটল থেকেছে।

গতকাল বিসিবি-আইসিসির আলাপ-আলোচনার পর ক্রিকবাজসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘বর্তমান সূচি থেকে আমরা সরছি না। এমন নিশ্চয়তা আমাদের দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অবশ্যই আমরা শ্রীলঙ্কায় খেলব।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250