ছবি: সংগৃহীত
বড়পর্দায় নাম লিখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
এবার আরও একটি সুখবর। জাপানের অন্যতম আয়োজন ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।
আগামী ১৩ই মার্চ থেকে দেশটির ওসাকা শহরে হবে ১১ দিনব্যাপী এ আয়োজন। উৎসবের কম্পিটিশন বিভাগে অংশ নিচ্ছে মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমা।
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আয়োজনের ওয়েবসাইট থেকে। ছবিটির নির্মাতা বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য বর্তমানে জার্মানি আছেন। সেখান থেকে তিনি বলেন, ‘১৭ ও ২২শে মার্চে ‘সাবা’ দেখানো হবে। উৎসবটিতে অংশ নিতে এবার আমি একাই যাচ্ছি।’
সিনেমাটি প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘যখন শুরু করেছিলাম তখন ছোট একটি সিনেমা বানাচ্ছিলাম। তবে আমাদের সততার জায়গা যেটি ছিল যে সিনেমা যেন মৌলিক হয়, গল্প বলার মধ্যে যেন ভিন্নতা থাকে।’
আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু করলেন চিত্রনায়িকা বুবলী
‘সাবা’ মেহজাবীনের প্রথম সিনেমা। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির। এরপর ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শীত হয়।
ছবিটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। এতে মেহজাবীনের সঙ্গে আছেন মোস্তফা মনোয়ার। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।
এসি/কেবি