শুটিংয়ে ‘টেনিমেন্ট অব সিক্রেট টক’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
জাপানিজ ভাষায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা আবু শাহেদ ইমন। সিনেমার নাম ‘টেনিমেন্ট অব সিক্রেট টক’। জাপান ও ভারতে অনুষ্ঠিত এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। জাপানের কারাতসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে সিনেমাটি।
গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) থেকে জাপানের সাগা প্রদেশের কিয়ুসু দ্বীপের কারাতসু শহরে শুরু হয়েছে কারাতসু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবটি আয়োজন করছে কারাতসু কালচার কমিশন। প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে আবু শাহেদ ইমনের টেনিমেন্ট অব সিক্রেট টক একটি। এ বছর ৩৩ দেশের ৩৩১টি সিনেমা জমা পড়েছে।
আগামী ১৩ই জুলাই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ইমনের সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করবে আরও চারটি নির্বাচিত জাপানি সিনেমার সঙ্গে। সিনেমাগুলো হলো ‘রিটেক’ (ওগা এইসুকে), ‘দ্য ডিগিং ওমান’ (চিতারা রিও), ‘রোডসাইড’ (এগুচি তাকাহিরো) ও ‘লুকিং ফর মিডনাইট’ (তাকেদা আকারি)।
একই সময়ে ইমনের টেনিমেন্ট অব সিক্রেট টক সিনেমাটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত অষ্টম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘ইন্টারন্যাশনাল উইন্ডো: শর্ট ফিকশন’ সেকশনে প্রতিযোগিতা করবে। উৎসবটি ৭ই থেকে ১৩ই জুলাই পর্যন্ত চলবে কলকাতার নন্দন ফিল্ম সেন্টারে। এ বিভাগে নির্বাচিত হয়েছে ৯টি আন্তর্জাতিক চলচ্চিত্র। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া আয়োজিত উৎসবটি দক্ষিণ এশীয় অঞ্চলের শর্ট ফিল্মের জন্য গুরুত্বপূর্ণ উৎসব বলে বিবেচিত হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন