বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সেই নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হলে সভাপতি পদে লড়াই হতে পারে তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে। তামিম ইকবালকে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন বিসিবির সাবেক সভাপতি আলী আসগার লবী। আজ বুধবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আলী আসগার লবী বলেন, ‘তামিম ইকবাল আমাদের (বিএনপি) প্রার্থী আর সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রার্থী দিয়েছে।’

খুলনা ভেন্যুতে দীর্ঘদিন কোন ক্রিকেট ম্যাচ হয় না, স্টেডিয়ামের অবস্থা নাজুক। এ বিষয়ে লবী বলেন, ‘তামিম ইকবাল নির্বাচিত হলে আমি তাকে দিয়ে এসব কাজ করাতে পারব। ও খুব ভালো ছেলে, একজন নামকরা ক্রিকেটার। ও বিসিবিতে এলে ক্রিকেটের মান আরও উন্নত হবে।’

২০ বছর আগে বিসিবির সভাপতি থাকতে খুলনায় আন্তর্জাতিক ভেন্যু স্থাপনে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে, সে স্মৃতি রোমন্থন করে লবী বলেন, ‘পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আইসিসির আপত্তি ছিল (খুলনায় আন্তর্জাতিক ভেন্যু করতে)। খুলনায় বিমানবন্দর নেই, হোটেলে সুইমিংপুল, জিমনেশিয়াম ইত্যাদি সুযোগ-সুবিধা ছিল না। তখন নৌ বাহিনী ও হোটেল রয়েলের সঙ্গে কথা বলে এসবের ব্যবস্থা করে আইসিসিকে রাজী করিয়েছি।’

তিনি বলেন, ‘বিসিবির নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রেসবক্স নির্মাণসহ খুলনার স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করেছি। বিসিবির দায়িত্বে থাকাকালে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে খোলাধুলার মান উন্নত করা হবে।’

তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250