রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান *** গোপালগঞ্জে সহিংসতা: ৪টি হত্যা মামলা করল পুলিশ, আসামি ৫,৪০০ *** গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ *** বাবাকে দ্বিতীয় বিয়ে করিয়ে ফেরার পথে ছেলে গ্রেপ্তার *** সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর ছুটিতে সিইও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে বড় পর্দায় দেখা যাওয়া একটি আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর আমেরিকার একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ছুটিতে পাঠিয়েছে। ওই দৃশ্যে থাকা পুরুষ ও নারী পরস্পর সহকর্মী বলে নানা প্রতিবেদনে দাবি করা হচ্ছে। খবর বিবিসির।

ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবার (১৬ই জুলাই) রাতে কোল্ডপ্লের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে থাকা বিশাল পর্দায় (স্ক্রিন) হঠাৎ একজন নারী ও একজন পুরুষকে দেখতে পাওয়া যায়। তারা একে অপরকে আলিঙ্গন করে ছিলেন।

হাজারো দর্শকের সামনে পর্দায় ওই দুজনের মুখ ভেসে উঠতেই সংশ্লিষ্ট পুরুষ ও নারী নিচু হয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। দুজনই অ্যাস্ট্রোনোমার নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বলে বিভিন্ন খবরে উল্লেখ করা হয়।

ব্যান্ডের শিল্পীর একটি মন্তব্য থেকে ওই দুজনের মধ্যে পরকীয়ার গুঞ্জন উসকে ওঠে এবং দ্রুতই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে গতকাল শুক্রবার (১৮ই জুলাই) রাতে অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে কোল্ডপ্লের কনসার্টে ওই দুজন একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলছিলেন। হঠাৎই ক্যামেরা তাদের দিকে তাক করা হয়, সেই সঙ্গে স্টেডিয়ামে থাকা বিশাল পর্দায় তাদের মুখ ভেসে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বিষয়টি বুঝতে পেরে তারা ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন।

দ্রুত দুজনকে মুখ লুকাতে দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, ‘ওরা হয়তো প্রেমের সর্ম্পকে আছে, নয়তো খুবই লাজুক।’

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন শোতেও ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়।

অনলাইনজুড়ে সেই আলিঙ্গনের ভিডিও এবং এ নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ার দুইদিন পর অ্যাস্ট্রোনোমার একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে কোথাও ভিডিওর কথা স্পষ্ট করে উল্লেখ করেনি।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমাদের পথ দেখিয়ে এসেছে, আমরা সেই নীতিগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতারা আচরণ ও দায়বদ্ধতার ক্ষেত্রে উচ্চ মানদণ্ড বজায় রাখবেন বলেই আমরা প্রত্যাশা করি। এ বিষয়ে পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা খুব শিগগির এ নিয়ে আরও বিস্তারিত জানাব।’

ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন