বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

বাজারে ভরপুর শীতের সবজি, কমেছে দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালীন সবজিতে ভরপুর বাজার। কমতে শুরু করেছে অনেক সবজির দাম। গত সপ্তাহে যে আলু ১০০ টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মুখে ঝাল লাগাতে কাঁচামরিচের প্রতি কেজির জন্য গুণতে হচ্ছে ৮০ টাকা। এভাবে প্রায় প্রতিটি সবজির দামে কিছুটা পরিবর্তন এসেছে।

শনিবার (২৮শে ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, রায়ের বাজার, ধানমন্ডি স্টাফ কোয়ার্টারসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম কিছুটা কমেছে। শীতকালীন সব সবজি বাজারে আসায় দাম কমা শুরু হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৩০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা ও পটোল ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গাজর ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা থেকে ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, নতুন আলু ও পুরাতন আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আরো পড়ুন : মাছের বাজার চড়া হলেও সবজি-পেঁয়াজে স্বস্তি

এছাড়া ধনেপাতার আঁটি ১০ টাকা, পেঁয়াজের কালি ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২৫ থেকে ৪৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউয়ের জন্য গুণতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা। তবে ছোট বড় আকারের ওপরে এই তিন সবজির দাম নির্ধারণ হয়।

বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ১০ টাকা আটিঁ।

মুহাম্মদপুর টাউন হলের বাজার করতে আসা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এখন বাজারে শীতকালীন সব সবজিই আছে। অনেক সবজির দাম কমেছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য আরও কমলে ভালো হয়। আগে আমরা নতুন আলু এলে ২০ থেকে ৩০ টাকায় কিনে খেতাম। সেই তুলনায় এখন তা অনেক দাম। সব কিছুতেই সিন্ডিকেট কাজ করছে।

এস/ আই.কে.জে/

শীতের সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন