বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে আমেরিকা।

গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয়। বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাদের ৬০ দিনের মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে।

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহ গুলি বিনিময় করেছে। তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানিজ সেনা মোতায়েন হয়েছে।

ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, খিয়াম এবং মারজায়ুন এলাকায় নতুন করে লেবানিজ সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।

মিকাতি এক্স-এর এক পোস্টে বলেছেন, দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা লেবাননের সেনাবাহিনীর প্রচেষ্টাকে অভিনন্দন জানাই।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের সপ্তম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের মিশন শেষ করেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার কোনও বক্তব্যকে সমর্থন করে না ভারত : বিক্রম মিশ্রি

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং আমেরিকার সমন্বয়ে, লেবাননের সশস্ত্র বাহিনীর সৈন্যদের এলাকায় মোতায়েন করা হচ্ছে।

পরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইসরায়েলেরর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে কথা বলেছেন।

অস্টিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য তার অংশীদারদের সঙ্গে কাজ করছে।

এসি/কেবি

লেবানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250