বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

বিএনপির নেতা ওয়াহিদুজ্জামানসহ দুজনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথম আলো-ডেইলি স্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, তারা হলেন—বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং লেখক ও কলামিস্ট এ এফ এম রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক।

রোববার (২৮শে ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এই মামলার আবেদন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২৩শে ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার আবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে ১৮ই ডিসেম্বর রাতে ঢাকাসহ সারাদেশে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এই সুযোগে কিছু ব্যক্তি সেদিন রাতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমণ করায় এক দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। 

এতে বলা হয়, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ পরিবেশন করেন। এতে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধ স্বার্থ হাসিলসহ তার (মাহমুদুর রহমান) সামাজিক সম্মানহানির কর্মকাণ্ডে লিপ্ত হয়।

এতে বলা হয়, ১৯শে ডিসেম্বর রাতে সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করেন। মারুফ মল্লিকের পোস্টকে যৌক্তিক বলে উল্লেখ করেন ওয়াহিদুজ্জামান (এপোলো)। এরপর পরস্পর যোগসাজসে এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

মামলার আবেদনে বলা হয়, আসামিদের মিথ্যাচারের কারণে বাদী ও তার দৈনিক আমার দেশ পত্রিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী ও ব্যক্তিদের মানহানি করা হয়েছে। তাদের ব্যাপারে জনমনে শত্রুতা, ঘৃণা, অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে।

মাহমুদুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250