বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

গণভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানো অনুচিত: আব্দুন নূর তুষার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি  গণভোটও অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এর আগে কখনো এ রকম দুটি নির্বাচন একত্রে হয়নি। সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা দেশের মানুষ মোটামুটি জানে-বোঝে। কিন্তু গণভোট বিষয়টা অনেকের কাছেই বোধগম্য নয়।

১৯৯১ সালের পর দেশে আর কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। ফলে দেশে গত ৩৫ বছরে কোনো গণভোট হয়নি। বর্তমানে দেশের যে মোট ভোটার, তাদের অনেকেই গণভোট দেখেননি। ভোটারদের একটা বড় অংশের জন্য এটা একটা নতুন বিষয়। অন্তর্বর্তী সরকার গণভোটে কোনো একটি পক্ষে অবস্থান নিয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেছেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানো সরকারের দায়িত্ব নয়। গণভোট প্রত্যেক ব্যক্তির একক সিদ্ধান্ত- আমি এই গণভোটে কোথায় ভোট দেব, সেটি আমিই ঠিক করব। সরকার কেবল মানুষকে উৎসাহ দিতে পারে, যেন ভোটের দিন সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। আলাদা করে গণভোটের জন্য প্রচারণা চালানোর প্রয়োজনও নেই।

তিনি বলেন, যারা সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন, তারাই তো একই কেন্দ্রে গণভোটেও ভোট দেবেন। সুতরাং ‘গণভোটের দিন আসুন ভোট দিন’—এ কথা বলে আলাদা প্রচারণা চালানোরও যৌক্তিকতা নেই।

সম্প্রতি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘প্রশ্নগুলো সহজ’ অনুষ্ঠানে অংশ নিয়ে আব্দুন নূর তুষার এসব কথা বলেন।

আব্দুন নূর তুষার বলেন, গণভোট নিয়ে আলগা প্রচার-প্রচারণা নয়; বরং গুরুত্ব দেওয়া উচিত একটি বিষয়েই সবাই যেন ভোট দিতে আসেন। কেউ যেন ভোট না দিয়ে ঘরে বসে না থাকেন। প্রচারণার ভাষা হওয়া উচিত “সবাই ভোট দিতে আসুন।”

তার মতে, কিন্তু ‘হ্যাঁ ভোট’ বা ‘না ভোট’ এই দুই পক্ষ নিয়ে প্রচারণা চালানো অনুচিত। কারণ, সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেমন কেউ বলে দেয় না আপনি কোন প্রতীকে ভোট দেবেন, তেমনি গণভোটেও বলা উচিত নয় ‘হ্যাঁ’ দেবেন, না ‘না’ দেবেন। গণভোটে যদি ‘হ্যাঁ’ পক্ষ আর ‘না’ পক্ষ থাকে, তাহলে ‘হ্যাঁ’ পক্ষের পক্ষে গিয়ে সরকারি পর্যায় থেকে প্রচারণা চালানো মানে একপক্ষকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেওয়া।

উদাহরণ টেনে তিনি বলেন, ধরুন, আমরা তিনজন আছি। আমাদের মধ্যে একজন যদি ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারের টাকায় ‘হ্যাঁ’ পক্ষের পক্ষে প্রচারণা চালালে কি সেই ব্যক্তি ন্যায্য সুবিধা পেল? সরকার তো করের টাকায় চলে—এই টাকায় তো ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। মানুষের ‘না’ বলার অধিকার আছে। আপনি কে বলার যে তিনি ‘না’ দেবেন না, ‘হ্যাঁ’ দেবেন? ফলে সরকার গণভোটের মূল স্পিরিট নষ্ট করছে।

আব্দুন নূর তুষার বলেন, এই ধরনের বিভাজনমূলক প্রচারণার কারণে ১২ তারিখে নির্বাচন হবে কিনা, এ নিয়েও বার বার আশ্বাস দিতে হচ্ছে। মনে হচ্ছে, সবাই মিলে যেন এক ধরনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ' ঠিক করে রেখেছে কিন্তু বর বা কনে কেউ একজন রাজি নয়, তাই বারবার ঘোষণা দিতে হচ্ছে ‘১২ তারিখেই হবে’, এবং মানুষকে ‘ভাইজান আইসেন, কাচ্চি খাওয়াবো’ এই রকম করে আনতে হচ্ছে।

তিনি বলেন, মূল অনাস্থা নির্বাচনের তারিখ নিয়ে নয়, মূল অনাস্থা নির্বাচন যারা আয়োজন করছেন তাদের ওপর। কারণ তাদের বক্তব্য, কাজ এবং কার্যক্রম সবকিছুর মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বক্তৃতায় বলা হচ্ছে “ইট ইজ ওয়েল প্ল্যানড”—কিন্তু এই প্ল্যান কার সঙ্গে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে? তারা কি প্রধান উপদেষ্টার সঙ্গে বসে প্ল্যান করেছে? যদি না করে থাকে, তাহলে কীভাবে বলা যায় ‘এটা ওয়েল প্ল্যানড’?

আব্দুন নূর তুষার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250