ছবি: সংগৃহীত
২০২৫ সাল জয়া আহসান ভক্তদের জন্য বিশেষ একটি বছর। একের পর এক কাজ নিয়ে দুই বাংলার দর্শকের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী। শুরুটা হয়েছিল ওটিটি দিয়ে। গত ২৮শে মার্চ মুক্তি পেয়েছিল জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’।
এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত পাঁচটি সিনেমা। সবশেষ গত ১লা আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।
এই সিনেমার রেশ না কাটতেই আবারও পর্দায় আসছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটিতে আসছে তার দুটি সিনেমা। ‘ফেরেশতে’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, আর ওটিটিতে আসছে ‘জয়া আর শারমিন’।
ফেরেশতে নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরেশতে। এতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান।
লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে।
স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ফেরেশতে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে ঘোষণা করা হবে মুক্তির তারিখ। জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলেননি।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৬ই মে।
জে.এস/
খবরটি শেয়ার করুন