বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

‘আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি’—কেন এমন বললেন প্রিয়াঙ্কা চোপড়া?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য, ব্যর্থতা, উত্থান-পতনের বহু ধাপ পেরিয়ে আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তা নিয়েই স্বস্তিতে প্রিয়াঙ্কা চোপড়া। নতুন বছরের শুরুতে নিজের পথচলার দিকে ফিরে তাকিয়ে নিজেকেই ধন্যবাদ জানালেন তিনি। একই সঙ্গে ভাগ করে নিলেন ভবিষ্যৎ নিয়ে তার ভাবনাও।

গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ‘দেশি গার্ল’। ভিডিওতে আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় তাকে। শান্ত, আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের অনুভূতির কথা বলতে থাকেন অভিনেত্রী।

ভিডিওতে প্রিয়াঙ্কা জানান, এবার থেকে তিনি আরো বেশি করে ক্যামেরার সামনে এসে কথা বলতে চান। তার কথায়, ‘আমি নিজেকে বলেছিলাম—এই কাজটা আমি আরো ভালোভাবে করব।'

বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে তিনি বলেন, ‘ওগুলো দেখুন, ২০২৬ সালে আমার প্রথম কয়েকটা পদক্ষেপ। আমার কাছে এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে।' এরপর নিজের পরিবার এবং জীবনের প্রাপ্তিগুলোর কথা তুলে ধরে আবেগঘন হয়ে পড়েন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমি সত্যিই ফিরে তাকাচ্ছিলাম—আমার পরিবার, আমার ছোট ছোট সুন্দর পদক্ষেপ, সবকিছুর দিকে। আমি কৃতজ্ঞ। আমি সত্যিই সৌভাগ্যবান। এত দ্রুত এতটা পথ পেরিয়ে এসে আমরা অনেক সময় নিজেদের কৃতিত্ব দিতে ভুলে যাই। তাই আজ আমি নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।’

তিনি আরো যোগ করেন, ‘এই সুন্দর জীবনটা গড়ে তোলার জন্য আমি নিজের প্রতিই কৃতজ্ঞ হতে চাই, নিজের প্রতি একটু বিনয়ী হতে চাই।'

গোধূলির আলোয় ভিডিওটি ধারণ করা হয়। ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ওপারে সব সময় আলো থাকে। শুধু লেগে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। তবে এখন আমি আমার ঘরের পথেই ফিরছি।’

নতুন বছরে আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা আর এগিয়ে যাওয়ার বার্তায় প্রিয়াঙ্কার এই ভিডিও ইতোমধ্যেই ভক্তদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়েছে।

জে.এস/

প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250