বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

জামায়াতের কাছে ৪০ আসন চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ পর্যন্ত ২৯টি সংসদীয় আসন দিয়েছে। তবে এনসিপির দাবি, এসব আসনের অন্তত ২১টিতে এখনো জোটভুক্ত অন্য দলগুলোর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

এনসিপির প্রার্থীদের সুযোগ দিতে ইতোমধ্যে আটটি আসনে জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। পাশাপাশি আরও বেশি আসন পেতে জামায়াতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমরা ৩৫ থেকে ৪০টি আসনের জন্য আলোচনা করছি। আশা করছি, দুই থেকে তিন দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।

জোটসূত্রে জানা গেছে, আটটি আসনে জোটসঙ্গীরা প্রার্থী প্রত্যাহার করেছে। এগুলোর মধ্যে আছে ঢাকা-১১, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হবেন। ঢাকা-৮ আসন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-৩ আসনে আতিক মুজাহিদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ প্রার্থী হবেন।

এই ২৯টি আসনের বাইরে আরও তিনটি আসন ঢাকা-৯, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও বাগেরহাট-৩ নিয়েও আলোচনা চলছে। এনসিপির পক্ষ থেকে এসব আসনে যথাক্রমে জাবেদ রাসিন, আতাউল্লাহ ও মোল্লা রহমাতুল্লাহর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ নিয়ে এখনো মতভেদ আছে।

এনসিপির একাধিক নেতা জানান, নিশ্চিত হওয়া আসনগুলোর পাশাপাশি দলটি আরও অন্তত ১০টি আসনের জন্য আলোচনা চালাচ্ছে, যাতে মোট প্রায় ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা যায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250