বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

বিহারে এনডিএ জোটের বড় জয়, বিরোধীদের ভরাডুবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: রয়টার্স

ভারতে বিহারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট। এই জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড– জেডিইউ ও বিজেপিসহ আরও কয়েকটি দল।

২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ জোট ২০২টি আসন জিতেছে; ৮৯টি আসন পেয়ে বিজেপি হয়েছে একক বৃহত্তম দল। রাজ্য রাজনীতির প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল -আরজেডি, কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর 'মহাজোটে'র ভরাডুবি হয়েছে।

কিছুদিন আগেও যার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠছিল, সেই নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। বলা হচ্ছে, তার এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে 'মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা' নামে একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় গত দুই মাসে প্রায় এক কোটি ২৫ লাখ নারীকে ১০ হাজার রুপি দেওয়া হয়।

সত্তরের দশকে সমাজবাদী রাজনীতিতে সক্রিয় বিহারের দুই শীর্ষ নেতা লালু প্রসাদ যাদব ও নীতীশ কুমার এক সময় একসঙ্গে রাজনীতি করেছেন। 

১৯৯৫ সালে নীতীশ প্রথমবার বিজেপির সঙ্গে জোট করেন এবং ২০০০ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন, যদিও কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হয়। ২০০৫ সালে তিনি পূর্ণ মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হন।

২০১৪ সালের আগে তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় বিজেপির সঙ্গ ত্যাগ করেন এবং ওই সংসদ নির্বাচনে তার দল মাত্র দুটি আসন পায়। 

২০১৭ সালে ফের তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে ফিরে আসেন, ২০২২ সালে আবার বিরোধী মহাজোটে যোগ দেন, কিন্তু গত বছরের জানুয়ারিতে পুনরায় বিজেপির সঙ্গে হাত মেলান। এবারের নির্বাচনে তিনি এনডিএ জোটের নেতা হিসেবে নেতৃত্ব দেন।

 জে.এস/

ভারতে বিহারের বিধানসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250