বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট প্রতারণা, যেভাবে নিরাপদ থাকবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কয়েকশ কোটি মানুষ। অফিসিয়াল থেকে পারিবারিক প্রয়োজনে এর ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই সুযোগ কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে জালিয়াতি বাড়ছে। একের পর এক প্রতারণার খবর সামনে আসছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি প্রতারণার ঘটনা ঘটেছে। 

যেখানে ভুয়ো ইনভেস্টমেন্ট অ্যাপের ফাঁদে ফেলে একজনের থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের বাসিন্দাকে প্রথমে প্রতারত চক্রটি বিদেশি এক্সপার্টদের একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। এই গ্রুপে কম সময়ে বেশি মুনাফা অর্জনের জন্য গ্রুপ মেম্বারদের ইনভেস্টমেন্ট টিপস দেওয়া হতো।

এরপর প্রতারিত এই ভুয়ো গ্রুপের নাম এবং এতে দেওয়া তথ্য দেখে আকৃষ্ট হন এবং বিনিয়োগে রাজি হন। এরপর জালিয়াতরা তাকে একটি অ্যাকাউন্ট খুলতে প্ররোচিত করতে শুরু করে এবং ব্যবহারকারীকে প্লে স্টোর থেকে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়। অ্যাপটি ডাউনলোড করার পর প্রতারক চক্রটি ওই ব্যক্তিকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ৯০ লাখ টাকা জমা দিতে বলে।

ভুক্তভোগী ব্যক্তির আস্থা অর্জন করতে চক্রটি তাকে শুরুতে ১৫ কোটি টাকা আয়ের ভুয়ো তথ্য দেখায়। কিছুদিন পরে সেই টাকা ট্রান্সফার করতে গিয়ে সেই ব্যক্তি বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারকরা তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় এবং লাভের ১০% ভাগ বা প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা দাবি করে। এরপর প্রতারিত হওয়া ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন : অচেনা জায়গায় ডিভাইস ব্যবহারে সতর্ক থাকুন

হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট প্রতারণা থেকে রক্ষা পেতে যা করতে পারেন :

১. বিনিয়োগ স্কিমগুলিকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং অজানা নম্বর থেকে প্রাপ্ত মেসেজকে যাচাই করবেন। ইনভেস্টমেন্ট কোম্পানিগুলি এভাবে ভুয়ো মেসেজ পাঠিয়ে ইনভেস্ট করতে বলে না।

২. বিনিয়োগ সংক্রান্ত যেকোনো কথোপকথন শুরু করার আগে মেসেজ প্রেরকের পরিচয় যাচাই করে নিন। রেজিস্টার্ড কোম্পানির হলে আপনি অ্যাকাউন্টে একটি নীল চেকমার্ক দেখতে পাবেন।

৩. যদি আপনাকে কোনও মেসেজ পাঠিয়ে বা কল করে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগের জন্য প্ররোচিত করা হয়, তবে অবিলম্বে সতর্ক হন। এছাড়াও যদি কেউ আপনাকে ভাল রিটার্নের নিশ্চয়তা দেয় তবে আপনি অতি সহজে বিশ্বাস করবেন না।

এস/কেবি

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন