সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ‘ফলপ্রসূ’ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এসপিএ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জেদ্দায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠক 'ফলপ্রসূ' হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর এটাই উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে শীর্ষ ইরানি কূটনীতিকের প্রথম সফর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আব্বাস আরাগচি ও সৌদি কর্মকর্তাদের আলোচনা ছিল ‘ফলপ্রসূ’।

ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর এ সফর হলো। ওই যুদ্ধে আমেরিকাও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে। তা সত্ত্বেও তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কোন্নয়নের প্রক্রিয়াটি থেমে থাকেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আরাগচি ও যুবরাজ মোহাম্মদ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এসপিএ আরও জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তি এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা সৃষ্টি করতে সহায়তা করবে বলে সৌদি আরব আশা করছে। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনৈতিক সংলাপের পথকেই সমর্থন করে সৌদি আরব।’

সৌদি আরব-ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন