বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

সিডনিতে ইহুদিদের ওপর গুলিবর্ষণ

প্রশংসায় ভাসছেন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা সেই মুসলিম ব্যক্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে রোববার (১৪ই ডিসেম্বর) সন্ধ্যায় দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন। এ সময় এক বন্দুকধারীকে নিরস্ত্র করেছেন এক পথচারী। তার সাহসিকতার কারণে আরও মানুষ গুলির হাত থেকে রক্ষা পেয়েছেন। দারুণ সাহসী এই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ।

নিউজ ডটকম ডটএইউতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিডনির বন্ডাই বিচে হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়—এক ব্যক্তি পেছন দিক থেকে এক হামলাকারীর কাছে গিয়ে তার হাত থেকে শটগান কেড়ে নিয়ে তাকে নিষ্ক্রিয় করেন। তথ্যসূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়, ‘নিউজ ডটকম ডটএইউ নিশ্চিত করতে পেরেছে যে ওই নায়ক হলেন ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ, যিনি সিডনির সাদারল্যান্ড এলাকায় একটি ফলের দোকানের মালিক।’

প্রতিবেদনে আরো বলা হয়, বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদ হামলার সময় দুটি স্থানে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে সেভেন নিউজকে আহমেদের চাচাতো ভাই মুস্তাফা জানান, তার ভাইয়ের ওই রাতেই অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। মুস্তাফা জানান, দুই সন্তানের জনক আহমেদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো অভিজ্ঞতা ছিল না।

তিনি বলেন, আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে। মুস্তাফা বলেন, ‘আমরা আশা করছি সে ঠিক হয়ে যাবে—সে একজন নায়ক।’

তিনি আরো জানান, এখনো তিনি আহমেদের সঙ্গে কথা বলতে পারেননি এবং কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসকেরা সাক্ষাতের অনুমতি দিতে পারেন।

অস্ট্রেলীয় গণমাধ্যম ও জনআলোচনায় আহমেদ আল আহমেদের এই সাহসিকতা আলোচনার কেন্দ্রে চলে আসার পর, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড আহমেদকে আখ্যা দেয়—‘বহু মানুষের জীবন বাঁচানো একজন নায়ক’ হিসেবে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস আহমেদের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘এটি আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য। একজন মানুষ, যিনি একটি সম্প্রদায়ের ওপর গুলি চালানো এক বন্দুকধারীর কাছে এগিয়ে গিয়ে একাই তাকে নিরস্ত্র করেন—অগণিত মানুষের প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন।’

তিনি আরো বলেন, ‘ওই মানুষটি একজন প্রকৃত নায়ক। তার সাহসিকতার ফলেই আজ রাতে বহু মানুষ জীবিত আছেন—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যের সিডনিতে, এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, হামলাটি ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে চালানো হয়েছিল।

এই হামলায় ১১ জন নিহত এবং পুলিশ সদস্যসহ আরো ২৯ জন আহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এক সন্দেহভাজন নিহত হয়েছে এবং আরেকজন আহত অবস্থায় আটক রয়েছে। অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

জে.এস/

এলোপাতাড়ি গুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250