বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২৭শে জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। খবর রয়টার্সের।

এ সময় ট্রাম্প বলেন, তার বিশ্বাস, গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এ সংঘাত বন্ধে যাঁরা কাজ করছেন, তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তাঁর কথা হয়েছে।

যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুদ্ধ শেষ করার যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই শেষ হবে, যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে। অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে।

হামাসের যোদ্ধারা ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালান। ইসরায়েলের দাবি, হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের পর গাজা সংঘাত সমাধানের আগ্রহ নতুন করে জোর পেয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ১২ দিনের সংঘাতের পর চলতি সপ্তাহের শুরুতে তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

গাজা যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে উপনীত হতে পারব।’ যদিও ট্রাম্পের বক্তব্যের পর এ বিষয়ে জানতে রয়টার্স থেকে মন্তব্যের অনুরোধ জানিয়ে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

তবে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাবিষয়ক মন্ত্রী রন ডারমার গাজা, ইরান ও নেতানিয়াহুর সম্ভাব্য হোয়াইট হাউস সফর নিয়ে আলোচনা করতে আগামী সোমবার থেকে ওয়াশিংটন সফর শুরু করবেন। তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

গত বৃহস্পতিবার (২৬শে জুন) নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ফলাফল হিসেবে শান্তি প্রতিষ্ঠার যেসব সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তার দেশ সেগুলো কোনোভাবেই নষ্ট করবে না।

আরএইচ/

আমেরিকা হামাস-ইসরায়েল যুদ্ধ গাজায় যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন