ছবি: সংগৃহীত
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে পেলো পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (১৩ই আগষ্ট) এ সংক্রান্ত আদেশে জানিয়েছে, মাসরুর রিয়াজকে চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মাসরুর রিয়াজ বিএসইসির দশম চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।
গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১০ই অগাস্ট শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন: রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া
নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ এক সময় বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণ আলোচনায় আইএফসির পক্ষে নেতৃত্বও দিয়েছেন তিনি।
সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে রিয়াজ সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণার কাজে যুক্ত ছিলেন দীর্ঘদিন।
এসি/কেবি