বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে *** বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু *** বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

পানির তীব্র সংকট দিল্লিতে, অপচয় করলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় দিনে দুবারও পানি সরবরাহ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতিশী। এছাড়া পানি অপচয়কারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ভারতের দিল্লি। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানিসংকট। অনেক এলাকার বাসিন্দা পানির জন্য হাহাকার করছেন। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে না কিছু কিছু এলাকায়।

এ অবস্থায় পানি ব্যবহারে আরো হিসেবি হওয়ার আহ্বান জানিয়ে দিল্লির বাসিন্দাদের উদ্দেশে রাজ্যের পানিমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় দিনে দুবার পানি পাওয়া যায়, তারা এখন দিনে একবার পাবে। এ কঠিন সময়ে সবার সহযোগিতা চাই।’

আরো পড়ুন: ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

চলমান পরিস্থিতিতে পানি অপচয়কারীদের ওপর জরিমানা করা হবে বলে জানিয়েছে পানি কর্তৃপক্ষ। পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাংক থেকে পানি উপচেপড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণকাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে জানিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে দুই হাজার রুপি জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।

 এরই মধ্যে পানির অপচয় রোধে ২০০টি দল গঠনের নির্দেশ দিয়েছেন পানিমন্ত্রী। এ দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কিনা খতিয়ে দেখবে।

 এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ, চলতি মাসে দিল্লিকে তার ভাগের পানি দিচ্ছে না হরিয়ানা সরকার। গত ১লা মে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ৬৭৪.৫ ফিট, এখন তা কমে ৬৬৯.৮ ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশকিছু এলাকায় পানিসংকট দেখা দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/


জরিমানা দিল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250