বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

মর্যাদার প্রশ্নে আপোস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে সম্প্রতি আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির কোনো জবাব এখনো দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ইস্যুতে আইসিসি শেষ পর্যন্ত কী ঘোষণা দেয় সেটা পরের বিষয়। তবে মর্যাদার প্রশ্নে আপোস করে ভারতে খেলবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার (৭ই জানুয়ারি) সচিবালয়ে বিসিবির সঙ্গে মিটিং শেষে সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বুঝানো যে, আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসি কে বুঝাবো আমাদের অবস্থানের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, সম্মান আর মর্যাদার প্রশ্নে আমরা আপোস করব না। কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে নিয়েছি যে, আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই। আজকে রাতে বা কালকে সকালের মধ্যে চিঠি দেওয়া হবে।’

ঘটনার সূত্রপাত গত ৩রা জানুয়ারি। সেদিন ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনার স্বাভাবিকভাবেই ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশে দলের জন্য কতটা নিরাপদ হবে সেটা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠেছে।

মোস্তাফিজের বাদ পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা আওয়াজ তুলেছেন; টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে সফর বযকট করা হোক। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও এর পক্ষে। এই ইস্যুতে বিসিবির টনক নড়তেও সময় লাগেনি। তবে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে সংস্থাটি।

গতকাল রাতে এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো দাবি করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। না হলে পয়েন্ট কাটা হবে। যদিও সে দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

তিনি বলেন, ‘এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদের জানিয়েছে শ্রীলঙ্কায় খেলা সম্ভব না। এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারো সঙ্গে। এটা একটা প্রোপাগান্ডাই আমি বলব, মিথ্যা নিউজ বলব। এখন পর্যন্ত আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছে কী কী ইস্যু আছে।'

তিনি বলেন, 'আমরা এখন কী কী ইস্যু আছে সেগুলো লিখতে পারি। আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন। আপনারা জানেন যে আইসিসি হলো বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাদেরকে আমরা আমাদের যে কারণগুলো বোঝানোর চেষ্টা করব তারা সেটা ভেবে দেখবে। আশা করছি যে আমরা একটা সঠিক উত্তর পাব।’

আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250