‘দ্য উইচার: সিজন ৪’, ‘ফেরেশতে’ ও ‘কানতারা চ্যাপ্টার ১’-এর একটি দৃশ্য। কোলাজ:
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
নেটফ্লিক্স
২৯শে অক্টোবর মুক্তি পেয়েছে তামিল সিনেমা ‘ইডলি কাডাই’। এতে অভিনয় করেছেন ধানুশ, নিথিয়া মেনন ও সত্যরাজ। শহরে সবই আছে মুরুগানের ভালো চাকরি, অর্থ, সম্মান। বাবার মৃত্যুর পর সব ছেড়ে সে গ্রামে ফিরে আসে। বাবার ইডলির দোকান নতুনভাবে শুরুর চেষ্টা করে। পথে আসে নানা বাধা। তবে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাবার ব্যবসা টিকিয়ে রাখার পণ করে মুরুগান।
একই ওটিটি প্ল্যাটফর্মটিতে ৩০শে অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘দ্য উইচার: সিজন ৪’। অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ ও ফ্রেয়া অ্যালান। আগের সিজনের প্রলয়ংকরী ঘটনাগুলোর পর আলাদা হয়ে গিয়েছিল জেরাল্ট, ইয়েনেফার ও সিরি। এবার তারা আবার এক হওয়ার চেষ্টা করছে। শত্রুদের মোকাবিলা করতে করতে জেরাল্ট খুঁজতে থাকে সিরিকে, আর ইয়েনেফার গড়ে তোলে নতুন এক জাদুকরি সম্প্রদায়।
প্রাইম ভিডিও
৩১শে অক্টোবর মুক্তি পেয়েছে কন্নড় সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’। এতে অভিনয় করেছেন ঋষভ শেঠি, জয়ারাম ও রুক্মিনী বসন্ত। ২০২২ সালের হিট সিনেমা কানতারার আগের গল্প এটি। কানতারা উপজাতির নেতা বার্মি রাজা কুলশেখরের অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। দুই গোত্রের মধ্যে শুরু হয় ভয়াবহ যুদ্ধ, যেখানে জাগ্রত হয় পাঞ্জুরলি ও গুলিগা নামে দুই আত্মা।
জিও হটস্টার
৩১শে অক্টোবর মুক্তি পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান’। অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন ও নাসলেন। চন্দ্রা নামে এক রহস্যময় তরুণীর গল্প এটি। শান্ত জীবনের আশায় বেঙ্গালুরুতে এসে নিজের অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে এক সহকর্মীকে অঙ্গ পাচার চক্রের হাত থেকে বাঁচায়। কিন্তু প্রতিবেশী সানি ঘটনাটি দেখে ফেলায় শুরু হয় নতুন সংকট।
বঙ্গ
২রা নভেম্বর মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘ফেরেশতে’। অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু। ঢাকার এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর গল্প এটি। জীবনের কঠিন বাস্তবতা, বঞ্চনা আর টিকে থাকার লড়াইয়ের মধ্যেও মানবিকতার অদম্য শক্তিই গল্পের মূল উপজীব্য।
জে.এস/
খবরটি শেয়ার করুন