ছবি: সংগৃহীত
সারা বিশ্ব যখন ২০২৫-কে স্বাগত জানাতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে, যে সময়ে আলোয় আলোকিত হয়ে উঠেছিল পৃথিবীর আকাশ। ঠিক সেই মুহূর্তে পশ্চিমা বিশ্বের রীতি অনুসরণ করে অনুরাগীদের সাক্ষী করলেন কোলকাতার তারকাজুটি রাজ-শুভশ্রী। ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরে প্রবেশ করলেন তারা। বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগও করে নিলেন অনুরাগীদের সাথে শুভশ্রী।
আলোর সমারোহে ও চুম্বন সহযোগে নতুন বছরকে স্বাগত জানালেন এই তারকা জুটি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশ জুড়ে আতশবাজির খেলা। পিছনে সারি সারি মানুষ মত্ত বর্ষবরণে। রাজ-শুভশ্রী দু’জনের পরনেই এ দিন ছিল সাদা রঙের পোশাক। শুভশ্রীর সিকুইনড সাদা পোশাক যেন নীল আকাশে ধ্রুবতারার মতো। কোথাও আবার রাজের সঙ্গে আলোর খেলা দেখতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে তারকা দম্পতি ও তার পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা।
আরও পড়ুন: আমার বিনোদিনী ইতিহাস গড়ল : দেব
বলে রাখা ভালো, গত বছরও একই ভাবে চুম্বন করে ২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সেই জন্য বিতর্কের মুখেও পড়েছিলেন বিধায়ক। তবে সেই সবে কান দেন না তারকা জুটি। একবার নয় একাধিক বার জনসমক্ষে পরস্পরকে চুম্বন করেছেন তারা।
কিছু দিন আগে কলকাতার মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বনদৃশ্য চর্চায় উঠে এসেছিল। তখন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্করও এই চুম্বনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, জনসমক্ষে চুম্বনের জন্যই নাকি আজকাল ধর্ষণের ঘটনা বাড়ছে। এমনকি চুম্বন নিয়ে পশুদের সঙ্গেও তুলনা টেনে এনেছিলেন তিনি। সেই বিতর্কের মাঝেই রাজ-শুভশ্রীর এই উষ্ণ চুম্বন বেশ মাধুর্যপূর্ণ বলাই যায়।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন