শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনি বহিষ্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অসচ্চরিত্র ও নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ী বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনের কাউন্সিল কক্ষে এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, অছাত্রদের হল থেকে বের করাসহ ও যৌন নিপীড়নে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তদের সনদ বাতিল ও বহিষ্কার

প্রশাসনের এমন সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছে আন্দোলনকারীরা। ইংরেজী বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান জনির শাস্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিচারের সংস্কৃতি ফিরে আসলো। তবে এখনো যৌন নিপীড়নের যেসব অভিযোগ ঝুলে আছে, সেগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে৷ ভর্তি পরীক্ষা চলাকালীন আমরা জনসংযোগ চালিয়ে যাব এবং পরীক্ষা শেষ হলে ৩ তারিখ থেকে আমরা আবারো আন্দোলন শুরু করব।

এসকে/ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন