শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

যে ঘটনায় মামলা হতে পারে শিল্পা শেঠির নামে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুম্বাইয়ে রেস্তোরাঁর বাইরে ঘটে যাওয়া ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে। 

এবার ঘটলো আর এক ঘটনা। রোববার (২৭শে অক্টোবর) মধ্যরাতে প্রায় আশি লাখ রুপি মূল্যের একটি দামি গাড়ি চুরি হয়েছে তার রেস্তোরাঁর সামনে থেকে। যে গাড়িটি মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খানের। সেই গাড়ির মালিক শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবরে বলা হয়েছে, সম্প্রতি রুহান তার বন্ধুদের সঙ্গে শিল্পাদের রেস্তোরাঁয় গিয়েছিলেন। যেখানে তিনি তার বিএমডাব্লিউ জেড-৪ মডেলের গাড়িটি ভ্যালেট পার্কিংয়ের জন্য রাখতে দিয়েছিলেন। সেখানকার কর্মীরা বেসমেন্টে গাড়িটি পার্ক করেন। গাড়িটি পার্ক করার সঙ্গে সঙ্গেই, প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে করে দু’জন লোক পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছান।

আরও পড়ুন: তার কোনো স্পর্শ আমার ব্যাড টাচ মনে হয়নি : শ্রীলেখা

পরবর্তীতে ভোর ৪টা নাগাদ রেস্তোরা বন্ধ হওয়ার পর রুহান যখন বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তারা জানান, গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তিনি বুঝতে পারেন গাড়িটি সেখান থেকে চুরি গেছে। এই ঘটনার প্রতিটি মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরেই থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি।

রুহান খানের আইনজীবী আলি কাশিফ জানান, তিনি এই বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন। একইসঙ্গে নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।

এমনকি এই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে তিনি আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কোন মন্তব্য করেননি অভিনেত্রী শিল্পা শেঠি।

এসি/কেবি

শিল্পা শেঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন