বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৫

#

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তারেক রহমানের ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় দেশে পা রাখবেন।

শুক্রবার (২০শে জুন) বিকেলে রাজধানীর কাঁটাবনের এক মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির এ নেতা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবে তিনি দ্রুত দেশে ফিরবেন। তার ফেরার প্রস্তুতি চলছে। যে কোনো সময় দেশে চলে আসবেন তিনি। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই তার অপেক্ষায় আছে; তার প্রতীক্ষায় আছে। তিনি এটা ভালোভাবেই বোঝেন।’

আসন্ন নির্বাচনে পোস্টার থাকা না থাকা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘পোস্টার না থাকলে অসুবিধা কী? আমার মনে হয়, এ আলোচনাগুলো নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গেই করবে। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে জনগণের অংশগ্রহণ থাকে, এর জন্য যা যা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমি নিশ্চিত।’

বিএনপির প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশ-চীনের সম্পর্ক আগে থেকেই গভীর ছিল। জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করে গেছেন। সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। দুই দেশের বন্ধুত্বকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250