ছবি: সংগৃহীত
গত ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়। এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে চলছে অবরোধ। বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।
ওসমান হাদি হত্যার বিচার চাইলেন আলোচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। রোববার (২৮শে ডিসেম্বর) তিনি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে, সেটার বিচার চেয়েছিল শুধু। তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ।
তিনি আরো লিখেছেন, একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম, সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?
খবরটি শেয়ার করুন